• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

গ্রেনেড হামলায় পলাতকদের রায় কার্যকর সম্ভব: আইনমন্ত্রী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯  

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক তৈরির কার্যক্রম চলছে। এরই মধ্যে ২২৫ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। পলাতক আসামিদের রায় কার্যকর করা সম্ভব বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ মামলায় পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা আমাদের পক্ষে সম্ভব। তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ পথে কিছুটা জটিলতা ছিল এবং আজও আছে। তবে সেটাও সমাধানের চেষ্টা চলছে। 

তিনি বলেন, এই মামলার পেপারবুক তৈরির জন্য যে আনুসাঙ্গিক কার্যক্রম সেটা শুরু হয়েছে। মামলার মোট স্বাক্ষী ২২৫ জন, ফলে মামলার পেপারবুক অনেক বড় হবে। চেষ্টা চলছে দ্রুত মামলাটির শুনানি শুরু করার।