• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

একাদশ সংসদের চতুর্থ অধিবেশন ৮ সেপ্টেম্বর

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯  

একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে আগামী ৮ সেপ্টেম্বর। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন।

বুধবার সংসদের গণসংযোগ পরিচালক মো. তারিক মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

আগামী ৮ সেপ্টেম্বর বিকেল ৫ টায় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে এ অধিবেশনের মেয়াদের সময়সহ অন্যান্য সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে সংসদের তৃতীয় ও চলতি অর্থবছরের বাজেট অধিবেশন গত ১১ জুলাই শেষ হয়।