• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

সুস্থ হয়ে ফিরেছেন ৫১ হাজার ৬৭০ ডেঙ্গু রোগী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯  

রাজধানীসহ সারাদেশের হাসপাতালগুলোতে এ পর্যন্ত মোট ৫৭ হাজার ৯৯৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ হাজার ৬৭০ জন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্যের বরাত দিয়ে সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ১ হাজার ৬২৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৭১১ জন। এ ছাড়া ডেঙ্গু রোগে আক্রান্ত এ পর্যন্ত মারা গেছেন ৪৭ জন।

বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৬ হাজার ২৭৮ জন। এরমধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৩ হাজার ৩৬০ জন।