• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার আন্তরিক: এলজিআরডি মন্ত্রী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৯  

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। একটি সংগঠন প্রথাগতভাবে আমাকে সম্মাননা দিয়েছে। এটি ভুল ব্যাখ্যা করে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ অবদানের সম্মাননা হিসেবে প্রচার করা হচ্ছে।

শনিবার দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারে প্রত্যাবর্তন করাই সমাধানের উত্তম পন্থা। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ কাজ করে যাচ্ছে।

পরে মন্ত্রী হবিগঞ্জ পৌরসভার আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, অ্যাডভোকেট আবদুল মজিদ খান এমপি, গাজী শাহনওয়াজ মিলাদ এমপি, ডিসি মাহমুদুল কবীর মুরাদ, এসপি মোহাম্মদ উল্ল্যা প্রমুখ।

এছাড়া মন্ত্রী দুই কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ পৌরসভার কিচেন মার্কেটের উদ্বোধন করেন।