• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

ধান কমিয়ে অন্যান্য ফসল উৎপাদন বাড়াতে হবে - কৃষিমন্ত্রী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৯  

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আমরা ধান উৎপাদনে ‘সারপ্রাইজড’। এখন ধান কমিয়ে অন্যান্য ফসল উৎপাদনের প্রতি নজর দিতে হবে।

তিনি বলেন, সিলেটে কমলা, মাল্টা, পেয়ারা, ভুট্টা ও তেল জাতীয় ফসল উৎপাদনে প্রচুর সম্ভাবনা রয়েছে। তাই এ ফসলগুলোর উৎপাদন বাড়াতে হবে।

শনিবার রাতে সিলেট সার্কিট হাউজের কনফারেন্স রুমে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিলেট অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় হয়।

কৃষিমন্ত্রী বলেন, সিলেটের কমলা চাষে অনেক গুণগান ছিল। এখন কমলার চাষ কমে যাচ্ছে। তবে মাল্টার চাষ ও উৎপাদন বেড়েছে। তাই ধান থেকে এখন অন্যান্য ফসলের উপাদন বাড়ানো প্রয়োজন।

তিনি আরো বলেন, ভুট্টার বাজার এখন ভালো। পোলট্রি সেক্টরেও ভুট্টা চাহিদা অনেক বেশি। দেশে প্রতি বছর ৪৬ লাখ টন ভুট্টা উৎপাদন হয়। আরো ১৫ টন আমদানি করতে হয়। তাই ভুট্টার ফসল উৎপাদন বাড়াতে হবে।

সভায় উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের কৃষি অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. শাহজাহান, কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মতিয়ার রহমান হাওলাদার প্রমুখ।