• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

সরকার অর্থনৈতিক কূটনীতিতে গুরুত্ব দিচ্ছে: প্রধানমন্ত্রী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতি নয়, অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার। আওয়ামী লীগ সরকার ব্যবসা করে না, বরং ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ সৃষ্টি করে দেয়। গত ১০ বছরে বিভিন্ন খাতে উন্নয়নে সুফল জনগণের পাশাপাশি ব্যবসায়ীরাও পেয়েছেন।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-ব্লিস এর উদ্বোধনে একথা বলেন তিনি।

চট্টগ্রাম এবং রাজশাহীতে ট্যানারি শিল্প করার পরিকল্পনা আছে বলেও জানান প্রধানমন্ত্রী। সেইসঙ্গে, ফের ক্ষমতায় এলে, ট্যানারিগুলোর পাশে চামড়া ও চামড়াজাত দ্রব্যের শিল্পাঞ্চল গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

এছাড়া, প্রান্তিক পর্যায় থেকে চামড়া যাতে নষ্ট না হয়, চামড়া শিল্পের সঙ্গে যারা জড়িত তাদেরকে সেদিকে আরো যত্নবান হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।