• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

এক মাসে সাড়ে ১১ কোটি টাকা রাজস্ব আদায়

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০১৯  

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আগস্ট মাসে ১১ কোটি ৬৪ লাখ ৯১ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।

বুধবার সকালে এ তথ্য জানান স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আফসার উদ্দিন।

তিনি বলেন, আগস্ট মাসে ২৩১টি বিল অব এন্ট্রির মাধ্যমে মিয়ানমার থেকে ৪৩ কোটি ৫৮ লাখ ৬১ হাজার টাকার পণ্য আমদানি করা হয়েছে। একই সময়ে এক কোটি দুই লাখ ৭৯ হাজার টাকার পণ্য রফতানি করা হয়েছে। এছাড়া শাহপরীর দ্বীপ করিডোরে ৯ হাজার ৭৭১টি পশু আমদানির মাধ্যমে ৪৮ লাখ ৮৫ হাজার পাঁচশ টাকা রাজস্ব আদায় হয়েছে।

আফসার উদ্দিন আরো বলেন, কোরবানির ঈদে মিয়ানমার থেকে পণ্য আমদানি স্বাভাবিক থাকায় রাজস্ব আদায় বেশি হয়েছে। সীমান্ত বাণিজ্য গতিশীল রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।