• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

মশা নিধনে ব্যয় বাড়িয়ে ডিএনসিসির বাজেট

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০১৯  

মশা নিধনে ব্যয় ১৮২ শতাংশ বাড়িয়ে ২০১৯-২০ অর্থবছরের জন্য তিন হাজার ৫৭ কোটি ২৪ লাখ টাকার বাজেট দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার গুলশান-২ নম্বরে অবস্থিত নগর ভবনে এ বাজেট ঘোষণা করেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।

প্রস্তাবিত বাজেটে মশা নিধনে তিন গুন ব্যয় বাড়িয়ে ৪৯ কোটি ৩০ লাখ টাকা করা হয়েছে। গত অর্থবছরে (২০১৮-১৯) এ খাতের সংশোধিত বাজেট বরাদ্দ ছিল ১৭ কোটি ৫০ লাখ টাকা। সে হিসাবে মশা নিয়ন্ত্রণের জন্য গত অর্থবছরের সংশোধিত বরাদ্দের তুলনায় এবারের বাজেট ১৮২ শতাংশ বেশি।

এবারের মোট বাজেটের ১ হাজার ৯৪২ কোটি টাকাই সরকার ও বৈদেশিক সাহায্য থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যা মোট আয়ের ৬৩ শতাংশ। বাকি ১ হাজার ১১৫ কোটি টাকার মধ্যে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ১ হাজার ১০৬ কোটি এবং অন্যান্য আয় ৯ কোটি টাকা।
 
অন্যদিকে, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৩৫ কোটি ৭৪ লাখ টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৫১ কোটি ৪০ লাখ টাকা ও অন্যান্য ব্যয় ধরা হয়েছে ১২ কোটি টাকা।