• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয় সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটির ১১১ টি সুপারিশ অনুমোদন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০১৯  

জাতীয় সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটির ১১১ টি সুপারিশ সংশোধনীসহ অনুমোদন করেছে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল। তা বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার দুপুরে কাউন্সিলের ২৭তম সাধারণ সভা শেষে এ কথা জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রকৃত সংশোধনীসহ সুপারিশগুলো অনুমোদন করা হয়েছে। এসব সুপারিশ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, পণ্য পরিবহন এবং যানবাহন চলাচলে সার্বিক সুবিধা নিশ্চিতে বরিশাল ও ফরিদপুরে ফোর লেন করা হচ্ছে।

এছাড়া রংপুর থেকে বুড়িমারী পর্যন্ত ফোর লেনের পাশাপাশি পঞ্চগড়েও ফোর লেন হবে বলে জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।