• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

ব্যক্তি বিশেষের সন্তুষ্টির জন্য রাজনীতি করবেন না

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০১৯  

ব্যক্তি বিশেষের সন্তুষ্টির জন্য রাজনীতি না করে জনগণের সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম।

শুক্রবার বেলা ১১টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা ডাকবাংলো চত্বরে নাজিরপুর এলজিইডি’র আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনপ্রতিনিধি উদ্দেশে মন্ত্রী বলেন, আমরা সবাই জনগণের ভোট নিয়ে জনপ্রতিনিধি হয়েছি। তাদের সুযোগ-সুবিধার কথা ভাবতে হবে। স্থানীয়দের প্রতিদিনের খোঁজ-খবর রাখতে হবে।

তিনি বলেন, পিরোজপুর-১ আসনের তিনটি উপজেলার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে এরইমধ্যে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার ব্যাপক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে সরকার। এরমধ্যে জেলার স্বরুপকাঠী উপজেলার সঙ্গে নাজিরপুর উপজেলা হয়ে পিরোজপুর সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের জন্য সন্ধ্যা নদী, তালতলা নদীতে ব্রিজ, কালভার্টসহ রাস্তা তৈরির সম্ভাব্যতা যাচাই এরইমধ্যে শেষ হয়েছে।

এ সময় মন্ত্রী উপজেলার সব ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের থেকে নিজ নিজ এলাকার প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পের তালিকা গ্রহণ করেন।

ইউএনও রোজী আক্তারের সভাপতিত্বে নাজিরপুর উপজেলা অবকাঠামো উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আক্তারুজ্জামান খান কবির, এলজিইডি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক (বিজেপি) কাজী মিজানুর রহমান, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী স্শান্ত রঞ্জন রায়, উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলার ৯ টি ইউপি’র চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।