• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

দেশের ক্ষমতার মালিক জনগণ: হানিফ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩  

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। বিদেশি প্রভুর কাছে ধরণা দেন, কোনো অসুবিধা নেই। বিদেশি প্রভুরা এসে এই দেশের পট পরিবর্তন করতে পারবে না। 

তিনি বলেন, এ দেশের ক্ষমতার মালিক জনগণ। জনগণ যতদিন শেখ হাসিনার সঙ্গে আছে, কোনো শক্তির ক্ষমতা নেই এই সরকারের পতন ঘটাতে পারে।

শনিবার বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ জাতীয় শ্রমিক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপিকে উদ্দেশ্য করে মাহবুব উল আলম হানিফ বলেন, আপনারা আওয়ামী লীগের রুদ্র মুর্তি দেখেছেন। এই আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে দুই-দুইবার আপনাদের ক্ষমতা থেকে টেনেহিঁচড়ে নামিয়ে দিয়েছিল। আওয়ামী লীগের কর্মীদের চেনন না এখনো। আওয়ামী লীগের কর্মীদের হালকা করে দেখার সুযোগ নেই। আগস্ট মাস যাক, তারপর দেখবেন আমাদের নেতাকর্মীদের অবস্থান।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আজম খসরু।