• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

ঈদের আগেই সচল হবে ক্ষতিগ্রস্ত রেলপথ: রেলমন্ত্রী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৪ আগস্ট ২০১৯  

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী গাইবান্ধার বাদিয়াখালী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত রেলপথ ঈদের আগেই সচল করা হবে। সেই অনুযায়ী কাজ সম্পাদনের জন্য রেলওয়ের জনবলের পাশাপাশি ঠিকাদার নিয়োগ করা হয়েছে। গাইবান্ধার বাদিয়াখালীতে বন্যায় বিধ্বস্ত রেললাইন পরিদর্শন শেষে শুক্রবার সাংবাদিকদের এসব বলেন তিনি। তিনি আরো বলেন, ঢাকার সঙ্গে এই অঞ্চলের রেল যোগাযোগ গতিশীল করতে প্রয়োজনে ঢাকাগামী আন্ত:নগর ট্রেন রংপুর এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেসে ডাবল করে দ্বিমুখী ট্রেন সার্ভিস চালু করা হবে। এরআগে ১৭ জুলাই বন্যায় বাদিয়াখালী রেল স্টেশনের উত্তর পাশে আটকে থাকা পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি বাদিয়াখালী রেল স্টেশনে নিয়ে আসার মাধ্যমে রেল পথের আংশিক মেরামত উদ্বোধন করেন রেলমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন ডিসি আব্দুল মতিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার প্রমুখ।