• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯  

দেশের পাঁচ জেলায় দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগে ছয়টি অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার কুমিল্লা, নওগাঁ, ঝিনাইদহ, টাঙ্গাইল ও চট্টগ্রামে এসব অভিযান চালানো হয়।

এদিন কুমিল্লা ফায়ার সার্ভিসে ফায়ার লাইসেন্স প্রদানে অনিয়মের অভিযোগে অভিযান চালায় দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (টোল ফ্রি হটলাইন- ১০৬) আসে, ওই দফতরে ফায়ার লাইসেন্স করতে গেলে অতিরিক্ত টাকা দিতে হয়। এর পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক টিম। টিম অবৈধ অর্থ গ্রহণের সঙ্গে জড়িত এক ড্রাইভারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করে। 

একই টিম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগে অভিযান চালায়। দুদক এনফোর্সমেন্ট ইউনিটে অভিযোগ আসে, ওই কলেজের গত ১৬ মাসের আয় ও ব্যয়ের মধ্যে ব্যাপক ফারাক তথা অনিয়ম রয়েছে। কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ এ অনিয়মের সঙ্গে জড়িত এমন অভিযোগও পাওয়া যায়।

অভিযানে টিম কলেজের আয়-ব্যয়ের বিস্তারিত তথ্য নেয়। সেগুলো বিশ্লেষণপূর্বক কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে অভিযানকারী টিম।

এদিকে নওগাঁর রাণীনগরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কর্মসূচিতে অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়। দুদক এনফোর্সমেন্ট ইউনিটে অভিযোগ আসে, ওই কর্মসূচির আওতাধীন কাবিখা, টিআর, কাবিটাসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর একটি এনফোর্সমেন্ট টিম বাস্তবায়িত দুটি প্রকল্প পরিদর্শন করে। এ সময় উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়।

তারা প্রকল্প অফিস থেকে রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা করে। এ অভিযোগের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করা হবে।

এ ছাড়া ঝিনাইদহের মহেশপুরে ১২৯ মেট্রিক টন ধানবীজ খামারে মজুদ করার তথ্য গোপন করে আত্মসাতের অভিযোগে, টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের এক ডাক্তারের বিরুদ্ধে ডিউটির সময় হাসপাতাল উপস্থিত না থেকে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগে এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদের অবহেলা ও দুর্নীতির ফলে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেয়ার অভিযোগে যথাক্রমে সমন্বিত জেলা কার্যালয়, যশোর, সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইল এবং সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম- ২ হতে তিনটি পৃথক অভিযান চালানো হয়।