• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

‘ব্যাংক ঋণে গ্রামীণ নারীরা স্বাবলম্বী হবে’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯  

জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. জামাল উদ্দিন বলেছেন, গর্ভবতীদের সরকারি ভাতার পাশাপাশি ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ দিলে গ্রামীণ নারীরা আরো স্বাবলম্বী হয়ে উঠবে। এসএমই লোনের প্রবাহ বাড়ালে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন বেগবান হবে। 

শুক্রবার সকালে জনতা ব্যাংকের নোয়াখালী বিভাগীয় সম্মেলনে এফসিএ শাখা ব্যবস্থাপকদের উদ্দেশ্যে প্রধান অতিথি এসব কথা বলেন।

নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, ব্যাংকের সিইও এবং এমডি মো. আব্দুছ ছালাম আজাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জিকরুল হক, চিফ ফিনান্সিয়াল অফিসার একেএম শরীয়ত উল্যা, কোম্পানি সেক্রেটারি ও মহাব্যবস্থাপক হোসেইন ইয়াহ্ইয়া চৌধুরী।

নোয়াখালীর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্মেলনে নোয়াখালী, ফেনী ও চাঁদপুরের ৫৫ শাখা ব্যবস্থাপক ও এরিয়া প্রধানরা উপস্থিত ছিলেন।