• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

অনলাইনে ভূমি সংক্রান্ত সাড়ে ৬ লাখ মামলার নিষ্পত্তি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৯  

ভূমি বিষয়ক ৬ লাখ ৫৫ হাজার ২২০টি মামলা অনলাইনে নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। 

সোমবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, চলতি বছরের ১ জুলাই থেকে আমরা ই-নামজারি কার্যক্রম শুরু করেছি। এই সময়ের মধ্যে আমাদের কাছে মামলা হয়েছে ১০ লাখেরও বেশি। এর মধ্যে ৬ লাখ ৫৫ হাজার ২২০টি মামলা অনলাইনে নিষ্পত্তি হয়েছে।

বর্তমান সরকারের এই অল্প সময়ে ১ কোটি ৮ লাখ ১৫ হাজার ৯৯৩ জন সুবিধাভোগী ই-নামজারি হতে সেবা পেতে শুরু করেছে বলেও জানান মন্ত্রী। 

এরইমধ্যে ৪৮৫টি উপজেলা ভূমি অফিস ও সার্কেল অফিস এবং ৩ হাজার ৬১৭ টি ইউনিয়নে ই-নামজারি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসব অফিসে আমাদের দক্ষ জনবল কাজ করছে। ফলে মানুষের ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানে আগের মতো আর বিড়ম্বনার শিকার হতে হচ্ছে না বলেও দাবি করেন ভূমিমন্ত্রী।