• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

বিআরটিসিতে দুর্নীতিবাজদের কোনো প্রয়োজন নেই: কাদের

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৯  

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিআরটিসিতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের কোনো প্রয়োজন নেই। আগামীতে রাস্তায় কোনো ফিটনেসবিহীন গাড়ি চালতে পারবে না। এছাড়া হেলপার দিয়ে গাড়ি না চালানোর জন্যও বিআরটিসির কর্তাব্যক্তিদের নির্দেশ দেন তিনি।

সোমবার সকালে মতিঝিলে বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

তিনি বলেন, দলের ভেতর যত বড় নেতা থাকুক না কেনো, অপকর্ম যেই করবে, কাউকেই ছাড় দেয়া হবে না।

বিআরটিসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে যে সব পদক্ষেপ নেয়া প্রয়োজন তার সবই সরকার নিচ্ছে বলেও জানান মন্ত্রী। 

ছাত্রলীগের বিষয়ে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিষয়টি দেখছেন প্রধানমন্ত্রী। দলের যেই হোক, অপকর্ম করলে কোনো ছাড় দেয়া হবে না।

এছাড়াও উপ-নির্বাচনে রংপুর-৩ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেয়ার বিষয়টিও আওয়ামী লীগের বিবেচনায় আছে বলেও জানান তিনি।