• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

‘দেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯  

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশ বিনির্মাণে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তিনি যোগাযোগ ব্যবস্থার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে সারা দেশের সঙ্গে যোগাযোগের মেলবন্ধন সৃষ্টি করছেন।

শনিবার দুপুরে সন্ধ্যা নদীতে স্বরূপকাঠি-ইন্দ্রেরহাট ফেরি সার্ভিস উদ্ধোধনের সময় ফেরিঘাট চত্বরে সমাবেশে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, একজন সেবক হিসেবে পিরোজপুরকে মডেল জেলা হিসেবে গড়তে চাই। রাজনৈতিক ও দলীয় মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু উন্নয়নের স্বার্থে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, দলে কোনো সন্ত্রাস, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ঠাঁই নেই। আমরা কোনো ক্যাডার চাই না। রাজনীতি কোনো ব্যবসা নয়। দল করবেন দলীয় সিদ্ধান্ত মানবেন না, তা হবে না। সিদ্ধান্ত মেনে দলীয় কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করতে হবে।

স্বরূপকাঠি ইউএনও সরকার আব্দুল্লাহ আল-মামুন বাবুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুরের সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম ফুয়াদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ডিসি আবু আলী সাজ্জাদ হোসেন, সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম, এসপি (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, সাবেক সচিব এম শামসুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান ফুলু, স্বরূপকাঠি উপজেলা চেয়ারম্যান আব্দুল হক প্রমুখ।

এর আগে মন্ত্রী উপজেলার সমুদয়কাঠি ইউপির কুহুদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি বিএম কলেজের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।