• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানকে জনগণ গ্রহণ করেছে : শাজাহান খান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাইরেই নয়, দুর্নীতি বা অসামাজিক কর্মকাণ্ডের বিষয়ে দলের মধ্যে শুদ্ধি অভিযান চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান। তিনি বলেন, ‘এটা জনগণের মধ্যে খুব গ্রহণযোগ্য হয়েছে।’

আজ রোববার মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে শাজাহান খান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আসলে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় যারা এগুলো করছে, তারা মোটেই গ্রহণযোগ্য হবার কথা নয়। এ ব্যাপারে আমি প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

তরুণদের প্রথম ভোট স্বাধীনতার পক্ষে হোক- এ আহ্বান জানিয়ে শাজাহান খান বলেন, ‘আগে তো শুনতাম মাদ্রাসার ছাত্ররা জঙ্গি হয়, এখন তো দেখি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও জঙ্গি হচ্ছে। দোজখের ভয় ও বেহেস্তের লোভ মাথায় ঢুকিয়ে দিয়ে তারা জঙ্গি বানাচ্ছে।’

দেশের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে তিনি আরও বলেন, ‘উন্নয়নের দিক থেকে বাংলাদেশ এখন সারা বিশ্বের বিশ্ময় হয়ে দাড়িয়েছে। ত্রিশটা দেশ পৃথিবীর মধ্যে উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে। বিশেজ্ঞরা বলছেন আগামী ২০৩০ সালের মধ্যে  বাংলাদেশ ওই ত্রিশটি দেশের মধ্যে জায়গা করে নেবে।’

রাজৈর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নিবাহী অফিসার সোহানা নাসরিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ মোতালেব মিয়া, নির্বাহী প্রকৌশলী মো. বাবুল আক্তার, ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, পৌর মেয়র শামীম নেওয়াজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার মো. ইউসুব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. হাফিজুর রহমান প্রমুখ।