• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

নদী দখলদারদের ছাড় নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯  

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, দখলকারীরা যতই শক্তিশালী হোক না কেন তাদের কাছ থেকে নদী মুক্ত করা হবে। তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। নদী দখলমুক্ত করতে সরকার বদ্ধপরিকর।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর রাবার ড্যাম নির্মাণের স্থান পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নদীর পাড় যাতে দখল না হয় এ বিষয়ে উচ্চ আদালতের রায় রয়েছে। সেই আলোকে নদী দখল রোধে সব সময়ই চেষ্টা করা হচ্ছে। এরইমধ্যে সরকার দেশের বড় নদীগুলোর পাশে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে।

তিনি আরো বলেন, শিগগিরই রাবার ড্যাম প্রকল্পের কাজ শুরু করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ জেলার কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত এমপি ফেরদৌসী ইসলাম জেসি, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, ডিসি (ভারপ্রাপ্ত) একেএম তাজকির উজ জামান, এসপি টিএম মোজাহিদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মইনুদ্দীন মণ্ডল, আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দীন, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম প্রমুখ।