• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

ভূমি সেবা হটলাইন চালু ১০ অক্টোবর: ভূমিমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯  

ভূমি মন্ত্রণালয়ের প্রতিটি অফিসে স্বচ্ছতা নিশ্চিত করতে অত্যাধুনিক হটলাইন কার্যক্রম (কল সেন্টার) ১০ অক্টোবর থেকে শুরু হবে। হটলাইন নম্বর- ১৬১২৩।

সোমবার রাজধানীর মতিঝিলের বিআইডব্লিউটিএ ভবনে অবস্থিত ভূমি সংস্কার বোর্ড এর প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ের প্রতিটি অফিসে স্বচ্ছতা নিশ্চিত করতে চাই। তাই ভূমি অফিসের অনিয়মের অভিযোগগুলো জনগণের থেকে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য এ হটলাইন চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

মতবিনিময় সভায় প্রযোজ্য ক্ষেত্রে কোর্ট অব ওয়ার্ডস ভুক্ত সম্পদ দ্রুত ‘ক’ তফসিলভুক্ত (খাস খতিয়ানভুক্ত) করার প্রক্রিয়া শেষ করা ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন কার্যক্রম দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার উপর তাগিদ দেন মন্ত্রী। পাশাপাশি এসিল্যান্ডদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করে যাওয়ার নির্দেশ দেন তিনি।