• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

‘জি কে শামীমের কাজ পাওয়ার বিষয় তদন্ত হচ্ছে’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯  

জি কে শামীমের সরকারি ঠিকাদারির কাজ পাওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

গণপূর্তমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, জি কে শামীম সরকারি সব টেন্ডার পায় কী করে? তার ঠিকাদারি কাজ পাওয়ার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এসব দরপত্র পাওয়ার ক্ষেত্রে মন্ত্রণায়লের কেউ যদি জড়িত থাকে সেটিও খতিয়ে দেখা হবে। এক্ষেত্রে কারো দুর্নীতি বরদাশত করা হবে না।

শুক্রবার নিকেতনের নিজ কার্যালয় র‌্যাবের অভিযানে গ্রেফতার হয় জি কে শামীম। এ সময় তার কার্যালয় থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ, এফডিআর, মদ ও অস্ত্র উদ্ধার করা হয়। পরে র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, জি কে শামীমকে টেন্ডারবাজি ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে।