• শুক্রবার ০৬ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২২ ১৪৩১

  • || ০১ রবিউল আউয়াল ১৪৪৬

কোটা এখন রাজনৈতিক আন্দোলন হয়ে গেছে: জনপ্রশাসনমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪  

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, কোটা আন্দোলন এখন আর কোটা ইস্যুতে নেই। এটা এখন রাজনৈতিক আন্দোলন হয়ে গেছে। 

সোমবার বিকেলে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।   

জানপ্রশাসনমন্ত্রী বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কারো উসকানির ফাঁদে পা না দেওয়ার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করছি।

ফরহাদ হোসেন বলেন, সরকার এখন এটাকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে। দেশকে অস্থিতিশীল করার সুযোগ কাউকে দেওয়া হবে না।  

তিনি বলেন, কোটা নিয়ে ৭ আগস্ট আদালতের রায়ের পর সরকার তা বাস্তবায়ন করবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, কমিশন গঠন বা সংসদ অধিবেশনে এখনই কিছু করা সম্ভব নয়। রায়ের পর যা করার সরকার তা অবশ্যই করবে।

জানপ্রশাসনমন্ত্রী আরো বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা গত রাতে যে স্লোগান দিয়েছে তা তাদের নয়, এর পেছনে উসকানিদাতা আছে।