• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

ক্যাসিনো ব্যবসাকে ন্যাক্কারজনক বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৯  

ক্লাবে ক্যাসিনো ব্যবসাকে ন্যাক্কারজনক ও জঘন্য বলে উল্লেখ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

জাপানে রাগবি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান থেকে ফিরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘এই কাজের সঙ্গে যারা জড়িত, তাদের কঠোর শস্তি হওয়া উচিত। অপরাধী কাউকে যেন ছাড় দেয়া না হয়। আমি চাই যারা খেলাধুলার জায়গা ক্লাব পাড়ায় এই অবৈধ ক্যাসিনো বাণিজ্য করেছে তাদের যথাযথ বিচার হোক।’

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘স্পোর্টস ক্লাবগুলোর প্রধান কাজ হলো খেলাধুলায় সক্রিয় থাকা। কিন্তু স্পোর্টসের নাম ভাঙিয়ে ক্লাবগুলোতে অবৈধভাবে জুয়া ও ক্যাসিনো বাণিজ্য হয়। এর চেয়ে ন্যাক্কারজনক ও জঘন্য কাজ আর হতে পারে না।’

ক্লাবগুলো থেকে অভিযোগ তাদের ইচ্ছের বিরুদ্ধে একটি গোষ্ঠি ক্যাসিনো পরিচালনা করতো। এ প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘তার জবাব ক্লাবগুলো দেবে। তবে জোর করে ক্যাসিনো চালানোর বিরুদ্ধে ক্লাবগুলো কেন আইনের আশ্রয় নেয়নি? কেন তারা থানায় মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করেনি। ক্লাবের মধ্যে অবৈধ ক্যাসিনো আর জুয়ার কারণে ক্রীড়াঙ্গনের সুনাম মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। আমার একটাই কথা, এই অবৈধ কার্যকলাপের সঙ্গে যেই জড়িত থাকা কাউকে যেন ছাড় দেয়া না হয়। তাদের চিহ্নিত করে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়। যাতে ভবিষ্যতে এ ধরনের অপকর্ম করার সাহস কেউ না পায়।

তিনি আরো বলেন, ফেডারেশনগুলো জাতীয় ক্রীড়া পরিষদের নিবন্ধিত। যে কারণে, মাঝে-মধ্যে আমরা বিভিন্ন নির্দেশনা দেই। তাদের কার্যক্রমের জবাবদিহিতা নেই। তেমন চাইলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং ফেডারেশন তাদের অধিভুক্ত ক্লাবগুলোকে জবাবদিহিতার মধ্যে আনতে পারে। আর অবৈধ যে কার্যকলাপ হয়েছে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। সরকার এ বিষয়ে কঠোর।