• শুক্রবার ০৬ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২২ ১৪৩১

  • || ০১ রবিউল আউয়াল ১৪৪৬

সরকারের বিভিন্ন বিভাগে নিচের গ্রেডে জনবল ঘাটতি, শীর্ষে অতিরিক্ত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪  

বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলোতে নিচের গ্রেডে চাহিদার তুলনায় জনবল ঘাটতি। তবে ভিন্ন চিত্র শীর্ষ পর্যায়ের গ্রেডে। এসব গ্রেডে অনুমোদিত পদের চেয়ে এখন জনবল বেশি। এর কারণে মাথাভারী প্রশাসন হয়ে ওঠে। ফলে নিচের গ্রেডের কর্মকর্তাদের পদোন্নতি বাধাগ্রস্ত হয়। পাশাপাশি কর্মসম্পাদনেও পড়ে নেতিবাচক প্রভাব পড়ে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরো জানা গেছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে প্রথম থেকে পঞ্চম গ্রেড পর্যন্ত অনুমোদিত পদ সংখ্যা ১ হাজার ৭৫৯। যদিও এসব পদের বিপরীতে কর্মকর্তা রয়েছেন ২ হাজার ১৩৯ জন। এ অনুযায়ী মন্ত্রণালয় ও বিভাগগুলোয় শীর্ষ পাঁচ পদে অনুমোদিতের অতিরিক্ত জনবল আছে ৩৮০ জন বা ২১ দশমিক ৬ শতাংশ।

এর মধ্যে গ্রেড-১-এ অনুমোদিত পদ আছে ৯০টি। এর বিপরীতে নিয়োজিতের সংখ্যা ১০১। অনুমোদনের অতিরিক্ত কর্মকর্তা নিয়োজিত আছেন ১১ জন।

গ্রেড-২-এর আওতায় অনুমোদিত পদের সংখ্যা ১২৭। কর্মকর্তা নিয়োজিত আছেন ২৬৫ জন। এ অনুযায়ী গ্রেডটির আওতায় অনুমোদনের অতিরিক্ত কর্মকর্তা আছেন ১৩৮ জন।

তৃতীয় গ্রেডে অনুমোদনের অতিরিক্ত কর্মকর্তার সংখ্যা ১৪৮ (অনুমোদিত পদ ৩৭৬টি, নিয়োজিত আছেন ৫২৪ জন)।

এছাড়া চতুর্থ গ্রেডে নয়জন (অনুমোদিত ১৪১ জন, কর্মরত ১৫০ জন) ও পঞ্চম গ্রেডে ৭৪ জন (অনুমোদিত পদ ১ হাজার ২৫টি, কর্মরত ১ হাজার ৯৯ জন) অনুমোদনের অতিরিক্ত কর্মকর্তা কর্মরত রয়েছেন।