• শুক্রবার ০৬ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২২ ১৪৩১

  • || ০১ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪  

আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান। তিনি বলেন, নিজেদের দক্ষতা বৃদ্ধি করে তাদের কর্মসংস্থানে ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় তিনি একথা বলেন।

ড. মশিউর রহমান বলেন, ‘যে সময় আমাদের কোমলমতি শিক্ষার্থীদের স্কিল ডেভেলপ করা দরকার, তখন কাদের প্ররোচনায় তারা সংঘর্ষে জড়াচ্ছে? তাদেরকে আহ্বান জানাই পড়ার টেবিলে ফিরে নিজেদের দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থানে ভূমিকা রাখতে।’