• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে: কৃষিমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯  

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, যার যে দায়িত্ব তা সঠিকভাবে পালন করতে হবে। কার্যক্রম সম্পর্কে তদারকি ও জানার জন্য মন্ত্রণালয়সহ সব সংস্থা থেকে নবীন কর্মকর্তাদের বেশি বেশি মাঠ পরিদর্শনে পাঠাতে হবে।

মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক (সেপ্টেম্বর) এডিপি সভায় তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বাদাম থেকে ৪০-৪৫ শতাংশ তেল পাওয়া যায়। তাই চরাঞ্চলে বাদাম ও সয়াবিনের আবাদ বৃদ্ধি করতে হবে।

দেশের পোল্ট্রি শিল্পে সয়াবিনের ব্যাপক চাহিদা রয়েছে জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন,উৎপাদন বৃদ্ধি করলে আমদানি হ্রাস পাবে।

তিনি আরো বলেন, গবেষণা প্রতিষ্ঠানের ল্যাবগুলো অ্যাক্রিডিটেড করার উদ্যোগ গ্রহণ করে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। কার্যক্রম গতিশীল করতে মন্ত্রণালয়ের সহযোগিতা সবসময় থাকবে বলেও জানান কৃষিমন্ত্রী।

এ সময় কৃষি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো আধুনিকায়ন উদ্যোগ গ্রহণ ও প্রশিক্ষণের মান বৃদ্ধির নির্দেশ দেন তিনি।