• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

অক্টোবরে ২১ দিন ইলিশ শিকার বন্ধ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯  

গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীতে অক্টোবর মাসে ২১ দিন ইলিশ শিকার বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুরে ডিসি কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা টাস্কফোর্স কমিটির এক সভায় এ ঘোষণা দেয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত ডিসি রোখসানা বেগম, জেলা মৎস্য কর্মকর্তা মো আবদুদ দাইয়ান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. এসএম ফেরদৌস, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জি, জাতীয় মৎস্যজীবি সমিতির সভাপতি উপেন্দ্র লাল দাস প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ব্রহ্মপুত্র ও যমুনা নদীতে ইলিশ শিকার বন্ধ থাকবে। এ সময় জেলার চার উপজলার তিন হাজার ৫২২টি জেলে পরিবারকে ২০ কেজি করে ভিজিএফ’র চাল দেয়া হবে।