• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

বিশ্বে চাল উৎপাদন ও ভোগে বাংলাদেশ চতুর্থ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ অক্টোবর ২০১৯  

পৃথিবীর ৩৫০ কোটির বেশি মানুষের প্রধান খাদ্য ভাত। বাংলাদেশের মানুষেরও খাদ্য তালিকায় প্রধান পণ্য চাল। এই চাল উৎপাদনের দিক থেকে বাংলাদেশ বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে। একইসঙ্গে চাল ভোগেও চতুর্থ অবস্থানে আছে বাংলাদেশ।

বিশ্বের অন্যান্য দেশেগুলোর তুলনায় এশিয়ায় মাথাপিছু চাল ভোগের পরিমাণ বেশি। গোটা বিশ্বে যত চাল খাওয়া হয়, তার মধ্যে ৯০ শতাংশই হয় এশিয়ায়। তিনটি দেশে মোট ৬০ শতাংশ চাল ভোগ করা হয়। দেশগুলো হলো- চীন, ভারত ও ইন্দোনেশিয়া।

চাল ভোগের দিক থেকে সবার ওপরে আছে চীন। দ্বিতীয় ভারত ও তৃতীয় ইন্দোনেশিয়া। তেমনি ভাবে চাল উৎপাদনেও প্রথম দিকে রয়েছে যথাক্রমে চীন, ভারত ও ইন্দোনেশিয়া। তথ্যসূত্র: ইউডিএসএ।

বিশ্বের চাল উৎপাদনে শীর্ষ ১০টি দেশ

চীন, ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম, ফিলিপাইন, থাইল্যান্ড, মিয়ানমার, জাপান এবং ব্রাজিল।