• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

খালেদা জিয়ার জামিন আদালতের বিষয়: কাদের

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ অক্টোবর ২০১৯  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জামিন পাবেন কি না সেটা আদালতের বিষয়। সরকার আদালতকে কিভাবে বলবে জামিন দিতে?

বুধবার বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, চিকিৎসকরা যদি মনে করেন তার (খালেদা জিয়া) বিদেশে গিয়ে চিকিৎসা করা দরকার সেটা তারা বলতে পারেন। সে ধরনের কোন রিপোর্ট পেলে অথবা পরামর্শ থাকলে তখন সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 

মন্ত্রী বলেন, তারা জামিন আবেদন করলে পক্ষে-বিপক্ষে আলোচনা হবে। তবে যিনি বিচারপতির আসনে আছেন তিনি সিদ্ধান্ত দেবেন। সরকারের এখানে কিছু করার নেই। খালেদা জিয়ার সঙ্গে আমাদের কোন শত্রুতা নেই।

বিএনপির ভেতরে খালেদার মুক্তির জন্য সহযোগিতা চাইলেও বাইরে তাদের বক্তব্য শুরু হচ্ছে আন্দোলন করে তাকে মুক্ত করা-এমন অভিযোগ করে আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, তারা আন্দোলনের মাধ্যমে বিস্ফোরণ সৃষ্টি করে যদি তাকে মুক্ত করতে পারে তাহলে করুক। কিন্তু বাস্তবে আন্দোলনের চিত্র দেখছি না। 

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের কথা বলেও তাদের কোনো ছোট ঢেউও দেখলাম না। তারা এতো বড় দল, আন্দোলন করে তারা সরকার হটাক। তাহলে তো খালেদা মুক্ত হবেন, তাদের সরকারে আসার খায়েশ পূরণ হবে।