• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

৭৩ ট্রাক পেঁয়াজ আসছে আজ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ অক্টোবর ২০১৯  

ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় দেশে পেঁয়াজের দাম বেড়েছিলো। পেঁয়াজের দামে স্থিতিশীলতা ফেরাতে বৃহস্পতিবার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ৭৩ ট্রাক ভারতীয় পেঁয়াজ আনা হচ্ছে।

ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোমরা বন্দরের ওপারে ৭৩টি পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে প্রবেশের অপেক্ষায় ছিলো। সেই ট্রাকগুলো আজ দেশে ঢুকবে। তবে ভারত সরকার ফের অনুমতি না দেয়া পর্যন্ত নতুনভাবে ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি করতে পারবেন না।

তিনি আরো বলেন, খুচরা বাজারে বেশি দামে বিক্রি হলেও পাইকারি বাজারগুলোতে পেঁয়াজের দাম স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার সাতক্ষীরার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা। অথচ তিনদিন আগেও পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি ৩৫-৪০ টাকা।

সাতক্ষীরা শহরের বড়বাজারের ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, ভারত রফতানি বন্ধ করায় পেঁয়াজের দাম বেড়েছিলো। আজ ৭৩ ট্রাক পেঁয়াজ দেশে এলে দাম আবার সহনীয় পর্যায়ে চলে আসবে।