• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

আবরারের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিকঃ আইনমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ অক্টোবর ২০১৯  

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আবরারের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের উদ্দেশ্য যাই থাকুক, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। 

মঙ্গলবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে এসব কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল ইসলামের এক বক্তব্যের সমালোচনা করে মন্ত্রী বলেন, বিএনপির কর্মকান্ড দেশবাসী জানে। ওনারা এখন যে বেসুরা গান গাইছেন, তাতে জনগণ কান দিবে না। শেখ হাসিনা এ দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। বিএনপি আইনের শাসন নষ্ট করেছে। ওনাদেরকে আগে শুধরালে সব ঠিক হয়ে যাবে। 

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. জয়নাল আবেদীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, কসবা উপজেলা চেয়ারম্যান রাসেদুল কাওসার জীবন, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ। 

এর আগে সকাল সোয়া ১০টায় আন্ত:নগর মহানগর এক্সপ্রেস ট্রেনে আখাউড়ায় এসে পৌঁছেন। পরে তিনি কসবা উপজেলার গোপীনাথপুর এলাকায় আওয়ামীলীগের সম্মেলনে যোগ দেন।