• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

তৈরি পোশাক খাতে উৎসে কর ২৫ শতাংশের প্রস্তাব এনবিআর’র

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ অক্টোবর ২০১৯  

তৈরি পোশাক খাতে উৎসে কর দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করার জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর এটি আইন মন্ত্রণালয়ে যাবে। সেখানে ভেটিং শেষে প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এ বিষয়ে চিঠি দেয়া হয়েছে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো গার্মেন্টস মালিক ১০০ টাকার তৈরি পোশাক রফতানি করলে তার বিপরীতে ২৫ পয়সা উৎসে কর হিসেবে দিতে হবে।