• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

বুয়েট চাইলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে পারে, এতে হস্তক্ষেপ করবো না

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ অক্টোবর ২০১৯  

১৯৭৮ সালে জিয়াউর রহমান ছাত্র সংগঠনগুলোকে রাজনৈতিক দলের আওতায় এনেছিলেন। এখন ছাত্ররাজনীতিকে আবারও আগের মতো স্বাধীন সংগঠন ঘোষণা করা হবে কি-না, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠন নেই। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের তালিকা আছে, যা অন্য দলগুলোর নেই। তাদের আছে অঙ্গ সংগঠন। ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নয়।“

বুধবার (৯ অক্টোবর) গণভবনে ভারত ও যুক্তরাষ্ট্র সফর পরবর্তী সংবাদ সম্মেলনে, এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলছে- এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে। বুয়েট চাইলে তারাও নিষিদ্ধ করতে পারে। এটি তাদের নিজস্ব ব্যাপার। আমরা এতে হস্তক্ষেপ করবো না।“

প্রধানমন্ত্রী বলেন, “ছাত্ররাই সব মহৎ আন্দোলনের প্রাণ। তারাই সবসময় অগ্রণী ভূমিকায় থাকে। আমি নিজেও ছাত্র রাজনীতি করেই এখানে এসেছি। এখন দুঃখজনক একটা ঘটনা ঘটেছে বলেই ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে কেন? তবে কোনো প্রতিষ্ঠান চাইলে নিজেরা সেটি করতে পারে। কিন্তু একটি দুঃখজনক ঘটনার জন্য গোটা বাংলাদেশে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা যুক্তিযুক্ত নয়।“

আবরার হত্যা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “ফাহাদকে যেভাবে হত্যা করা হয়েছে, তা নির্মম এবং অমানবিক! এই নৃশংস হত্যার ঘটনায় জড়িতদের যত ধরনের শাস্তি আছে সব দেওয়া হবে। আমি দেশের সরকার প্রধান হিসেবেই শুধু নই, একজন মা হিসেবেও দোষীদের শাস্তি নিশ্চিত করব।“