• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

হিলিতে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ মাদকসেবীর কারাদণ্ড

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৭ জুলাই ২০১৯  

দিনাজপুরের হিলিতে মাদক সেবনের অপরাধে পাঁচ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন এ কথা জানান।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার চকমানিকপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আপেল মাহমুদ (২২), একই এলাকার দুধিয়া গ্রামের মৃত কাঞ্জিয়া শেখের ছেলে জাহিরুল ইসলাম (৪২), রংপুর জেলার কোতোয়ালি থানার কামালকাচনা গ্রামের আনিছুর রহমানের ছেলে সাজ্জাদ হোসেন (৪০), একই এলাকার জাহাঙ্গির হোসেনের ছেলে আরিফুজ্জামান (২৩), ওয়ালিউর রহমানের ছেলে মেহেবুব ওয়াসিম (২০)।

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, হাকিমপুর থানা পুলিশ শুক্রবার বিকেলে হিলি সীমান্তের রায়ভাগ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে আটক করে। পরে শনিবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পরে তাদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।