• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

কুড়িগ্রামে হত্যা মামলায় তিন ভাইসহ পাঁচ জনের যাবজ্জীবন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৭ জুলাই ২০১৯  

কুড়িগ্রামে হত্যা মামলায় তিন ভাইসহ পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা জজ আদালত। রবিবার (৭ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মুন্সী রফিউল আলম এ রায় দেন। পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো, আব্দুর রহিম, আসাদুজ্জামান রাজা, সাইফুর রহমান, সাইফুর রহমান হেজি ও মঞ্জুরুল হক। তাদের মধ্যে আব্দুর রহিম, আসাদুজ্জামান রাজা ও সাইফুর রহমান আপন ভাই। তারা নাগেশ্বরী পৌর এলাকার পূর্ব পায়রাডাঙা হাশেম বাজার এলাকার আব্বাস আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, আসামিরা ২০০৮ সালের মার্চ মাসে শত্রুতার জের ধরে নাগেশ্বরী পৌরসভার পূর্ব পায়রাডাঙা এলাকার মৃত তমিজ উদ্দিন ব্যাপারীর ছেলে নজরুল ইসলামকে হত্যা করে। এ ঘটনায় নজরুল ইসলামের ভাই ও নাগেশ্বরী পৌরসভার ৮ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম বাদী হয়ে আট জনকে অভিযুক্ত করে হত্যা মামলা করেন। ১০ বছর মামলা চলার পর আদালত রবিবার পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় অপর তিন জনকে বেকসুর খালাস দেন আদালত।