• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

প্রিয়া সাহার বিরুদ্ধে ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় রাষ্ট্রদ্রোহ মামলা 

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২১ জুলাই ২০১৯  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘুরা নিপীড়নের বিষয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য দেওয়ার অভিযােগে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২১ জুলাই) ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে এবং ব্রাহ্মণবাড়িয়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলা করা হয়েছে।

প্রথমে ব্যারিস্টার সায়েদুল হক সুমন প্রিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন তিনি। 

এদিন আদালত বাদীর জবানবন্দি নেন এবং নথি পর্যালোচনা শেষে পরে আদেশ দেবেন বলে জানান। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাওন আহমেদ, জুয়েল শিকদারসহ আরও অনেকে শুনানি করেন।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. আসাদ উল্লহ্ নামে একজন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৬ জুলাই হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের কাছে অভিযোগ করে প্রিয়া সাহা বলেন, ‘স্যার, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছে ও দেশে থাকতে পারছে না।’ তিনি আরও অভিযোগ করেন, তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, জমি ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি আইনি সুরক্ষা পাননি। নিপীড়ন থেকে বাঁচতে ট্রাম্পের সহযোগিতা কামনা করেন তিনি।