• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

রংপুরে কৃষক হত্যায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৯  

মামলা সূত্র বলছে, ২০০২ সালের ১৪ জানুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাসপীর গ্রামের মদনখালি গ্রামের কৃষক আব্দুস সাত্তারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে পীরগঞ্জ থানায় ফুলু মিয়া, ছকমল হোসেন, এনসান আলী, মন্টু মিয়া, আকমল হোসেন, মনোহর বর্ম্মন, সাইফুল ইসলাম, শাহাজাহান মিয়া, আবেদ আলী ও দুলা মিয়ার নামে মামলা করেন।

তদন্ত শেষে ১০ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় বাদীপক্ষের ১৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন জয়নাল আবেদীন। তিনি জানান, দীর্ঘ ১৭ বছর পর বুধবার এ মামলার রায় ঘোষণা করা হয়। এতদিন মামলা অন্য আদালতে বিচারাধীন ছিল। কিছুদিন আগে বিচারের জন্য বিশেষ আদালতে আসে। এ রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে বলে জানান তিনি।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খাতুনে জান্নাত সুইট জানান, এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।