• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

৫০ লাখ টাকার ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৯  

রাজধানীর শ্যামলীতে ১৫ হাজার ৩৭৫ পিস ইয়াবাসহ বাবা-ছেলেকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। এ সময় আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন।

গ্রেফতারকৃরা হলেন- আয়নাল হেসেন (৪৭) ও ছেলে ইব্রাহীম সাগর (২২) ও রাসেল (২৫) । এর আগেরদিন, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই তিনজনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদের নেতৃত্বে ওসি (অপারেশন) আহাদ আলীসহ, শ্যামলীর ৩ নম্বর রোডের ৩৩ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে পুলিশ।

এ ঘটনায় রাতে শেরেবাংলা নগর থানায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, আয়নাল হোসেনের কাছ থেকে ৮ হাজার পিস, ছেলে ইব্রাহীম সাগরের কাছ থেকে ২ হাজার ১৭৫ পিস ও রাসেলের কাছ থেকে ৫ হাজার ২ শত পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের সবার গ্রামের বাড়ি যশোর জেলায়। যশোরের শার্শা থানায় আয়নালের বিরুদ্ধে ৮টি মাদকের মামলা রয়েছে। আয়নালের বড় ভাই জয়নাল মল্লিক (৫০) ও বাদশা মল্লিকও (৪৪) এই মামলার আসামি।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, ‘ইয়াবাসহ ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করি। এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।’