• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

র‌্যাবের অভিযানে অপহৃত আনোয়ার নাগেশ্বরী থেকে উদ্ধার, আটক ২

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯  

অপহরণের ২ দিনের মাথায় কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে অপহৃত আনোয়ার হোসেনকে (৪২) উদ্ধার করেছে র‌্যাব। গতকাল সোমবার রাতে নাগেশ্বরী উপজেলার চোশলারপাড় এলকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এসময় দুই অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে। অপহৃত আনোয়ার হোসেন রংপুরের বদরগঞ্জ থানার মৃত মতিয়ার রহমানের ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন- নাগেশ্বরী থানার নতুন গোবর ধানের কুটি গ্রামের আফজাল হোসেনের ছেলে আপেল মাহমুদ (৩০), খামার হসনাবাদ চোসলার পাড় গ্রামের মো. নূর ইসলাম ইসলামের ছেলে আল-আমিন (৩২)।

র‌্যাব-১৩ জানায়, গত ১৪ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫টার দিকে ব্যাপারটারী স্কুলের হাট বাজারে চা পানের সময় আনোয়ার হোসেনকে কৌশলে অপহরণ করে অপহরণকারীরা। পরবর্তীতে অজ্ঞাতনামা স্থানে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালায় এবং তার স্ত্রীর মোবাইলে ফোন দিয়ে দুই লক্ষ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের পর অপহরণকারীরা ভিকটিমকে নিয়ে বিভিন্ন স্থান পরিবর্তন করতে থাকে।

এদিকে এ বিষয়ে র‌্যাবের কাছে অভিযোগ আসা মাত্রই র‌্যাব-১৩, রংপুর এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল গভীর রাতে নাগেশ্বরী থানাধীন চোশলারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেনকে উদ্ধার করে।

র‌্যাব-১৩ এর কোম্পানী কমান্ডার মো. মোতাহার হোসেন জানান, অপহরণকারী চক্রকে গ্রেফতারে র‌্যাবের নজরদারী ও তৎপরতা অব্যাহত রয়েছে।