• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

রংপুরে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১২

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯  

রবিবার (২২ সেপ্টেম্বর) রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা পুলিশ কর্তৃক তাজহাট থানাধীন পার্কের মোড় হতে লালবাগগামী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রোড সংলগ্ন ভিসির বাংলোর গেটের সামনের রাস্তা হতে ১০১ পিস ইয়াবাসহ আসামী ১। মোঃ আব্দুল কুদ্দুস(৩৫) পিতাঃ আজাহারুল ইসলাম, সাং-রুপাহারা ডাকঘর-ডিমলা, থানাঃ-ডিমলা, জেলা-নীলফামারী ২। মোঃ কামাল হোসেন (৩৪), পিতা-মোঃ নশু মিয়া, মাতা- রাজিয়া খাতুন, সাং-ইন্দ্রাবতি, থানা-বুরুচিং, জেলা-কুমিল্লা, ৩। মোঃ তরিকুল ইসলাম (৩৫), পিতা-মৃত- মোহাম্মদ আলী, সাং-আশরতপুর পশ্চিম পাড়া, থানা-তাজহাট, আরপিএমপি-রংপুরদের হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়।

রবিবার (২২ সেপ্টেম্বর)  রংপুর মেট্রোপলিটন পুলিশে উল্লেখিত মাদকের মামলা ব্যতিত অপর পৃথক মাদকের ১ টি মামলায় হাজিরহাট থানায় ৫০ গ্রাম গাঁজাসহ ১ জন আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ফলশ্রুতিতে গত ২২/০৯/২০১৯ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন পুলিশে মাদকের ২ টি মামলাসহ মোট-২ টি মামলা রুজু করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ কর্তৃক রবিবার (২২ সেপ্টেম্বর) বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানায় কোতয়ালী থানায়-৪ জন, তাজহাট থানায়-৪ জন, মাহিগঞ্জ থানায়-১ জন, হারাগাছ থানায়-১ জন এবং হাজিরহাট থানায়-২ জনসহ মোট-১২ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

রবিবার (২২ সেপ্টেম্বর) রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক মোটরযান আইনের আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ই-ট্রাফিকিং ব্যবস্থায় ২৩৪ টি মামলা ও ৬৬,৯০০/- টাকা জরিমানা আদায় করা হয়।