• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

বীরগঞ্জে জুয়া খেলার অপরাধে কাউন্সিলারের ১৫ দিনের জেল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৯  

দিনাজপুরের বীরগঞ্জে জুয়ার আসর থেকে পৌর কাউন্সিলার ও সাবেক প্যানেল মেয়র মেহেদি হাসান কে আটক করে ১৫দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ামিন হোসেন জানান, গোপন সংবাদ ভিত্তিতে বীরগঞ্জ থানার এসআই মো.আমজাদ হোসেনকে সঙ্গে নিয়ে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলা নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার এলাকায় জুয়ার আসরে অভিযান চালাই। এতে করে বীরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলার ও সাবেক প্যানেল মেয়র মোঃ মেহেদী হাসানকে হাতেনাতে আটক করা হয়। 

এসময়ে বীরগঞ্জ নিজপাড়া ইউনিয়নের সদস্য আব্দুল রাজ্জাক ও মতিনসহ বেশ কয়েকজন জুয়ারু পালিয়ে যায়। রাতেই ভ্রাম্যমাণ আদালত গঠন করা হলে জুয়া খেলার কথা শিকার করে ক্ষমা প্রার্থনা করলে মেহেদিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ামিন হোসনের অফিসে বীরগঞ্জ পৌরসভার সচিব মোঃ হানিফ সরদার, কাউন্সিলার আব্দুল বারিক, বনমালী রায় ও হুমাইন কবির কাউন্সিলার মোঃ মেহেদী হাসানের ১৫দিনের জেল কমিয়ে জরিমানা করে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ। পরে ইউএনও ইয়ামিনের হোসেনের এক প্রশ্নের জবাবে তারা কাউন্সিলার মেহেদি হাসানের জুয়া খেলার বিষয় স্বীকার করে তারা চলে যান।

এ ব্যাপারে বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন বাবুলের সঙ্গে মুঠোফোনে কথা বলে তিনি জানান, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে সাজা হোক এইটা আমিও চাই।