• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

রাজধানীসহ পাঁচ স্থানে দুদকের অভিযান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৯  

রাজউকের অনুমোদন ব্যতীত মার্কেটে অবৈধ দোকান নির্মাণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীসহ দেশের পাঁচটি স্থানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার রাজধানীর মিরপুরে শপিং কমপ্লেক্সের বেইজমেন্ট এলাকায় রাজউকের অনুমোদন ব্যতীত দোকান নির্মাণ করার অভিযোগে তিনটি মার্কেটে অভিযান চালায় দুদক। অভিযান পরিচালনা করেন- কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম ও উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের সমন্বয়ে গঠিত টিম রাজউক জোন-৩ এর অথরাইজড অফিসার মুকিদ ইহসান।

এ সময় তারা দেখতে পান, শাহ আলী শপিং কমপ্লেক্স, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স ও বাগদাদ শপিং কমপ্লেক্সের বেইজমেন্ট ও কার পার্কিং এলাকায় রাজউকের অনুমোদন ব্যতীত দোকান নির্মাণ করে পজিশন বিক্রি করা হয়েছে। গাড়ি পার্কিং করার জন্য নির্ধারিত জায়গায় দোকানপাট নির্মাণ করায় ক্রেতারা রাস্তার উপর তাদের গাড়ি পার্কিং করে রেখেছেন। ফলে ওই এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

এছাড়া এ তিনটি মার্কেটসহ অন্যান্য মার্কেটের কার পার্কিং এলাকায় অবৈধ দোকান নির্মাণ করে তা বিক্রি ও ভাড়া দেয়া হয়েছে। পাশাপাশি রাজউকের অনুমোদিত নকশার অতিরিক্ত অংশ জুড়ে অনেক মার্কেট নির্মিত হয়েছে।

পরে দুদক টিম এসব নকশা বহির্ভূত অংশ ও কার পার্কিং এরিয়া থেকে দোকান উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজউকের অথরাইজড অফিসারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

অপরদিকে লালমনিরহাটের আদিতমারীতে ভুয়া জন্মতারিখ দিয়ে চাকরি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান চালায় দুদক। সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় দুদক টিম অভিযোগের প্রাথমিক সত্যতা পায়।

অভিযানে তারা দুদক টিম জানতে পারে, একজন মুক্তিযোদ্ধা আদিতমারী উপজেলার মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৯৭৪ সালে জন্ম তারিখ দেখিয়ে চাকরি করছেন। তিনি মুক্তিযোদ্ধা হিসেবে নিয়মিত ভাতা পেয়ে আসছেন, কিন্তু নথিপত্রে তার জন্ম তারিখ ০৫.০৩.১৯৭৪ পাওয়া যায়।

এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের অনুমতি চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে দুদক।

এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক হটলাইনে আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জের একটি এনফোর্সমেন্ট টিম সেখানে এ অভিযান চালায়। এ সময় তারা অভিযোগের সত্যতা পায়।

অভিযানে দুদক টিম দেখতে পায়, নির্মাণের মাত্র ২০ শতাংশ সম্পন্ন হয়েছে হলেও বরাদ্দকৃত বাজেটের (প্রায় ৭৪ লাখ টাকা) সিংহভাগ পরিশোধ করার উদ্যোগ নেয়া হয়েছে। একইসঙ্গে ওই কাজের তদারকিতে এলজিইডি’র প্রকৌশলীর দায়িত্বে অবহেলা রয়েছে বলেও জানতে পারে।

এ সময় টিম কাজের গুণগত মান সম্পর্কে নিশ্চিত হয়েই বিল পরিশোধের জন্য প্রকৌশলীকে পরামর্শ দেন। এ নির্মাণে অনিয়মের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাইয়ের জন্য অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে অভিযান পরিচালনাকারী টিম।

এ ছাড়া সড়ক বিভাগ, বরগুনা কর্তৃক রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগে এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স মেরামতের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগে যথাক্রমে সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী ও সমন্বিত জেলা কার্যালয়, সিলেট থেকে দুটি পৃথক অভিযান চালানো হয়।