• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

সরকারি পর্যায়েও আসছে শুদ্ধি অভিযান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯  

সরকারি পর্যায়েও শুদ্ধি অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উন্নয়ন প্রকল্পের এডিপি সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন স্থাপনা নির্মাণ, টেন্ডার ও ঠিকাদারীসহ দেশের দুর্নীতিরোধে প্রধানমন্ত্রী দল থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছেন, যা সরকারি পর্যায়েও শুরু করা হবে। তাই উন্নয়ন প্রকল্পের কাজ দুর্নীতি মুক্ত ও স্বচ্ছতার সঙ্গে করলে কর্মচারীদের ভয়ের কিছু নেই বলে অভয় দেন তিনি।

সব কর্মকর্তা-কর্মচারীকে দুর্নীতি মুক্ত হয়ে স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কারো অবৈধ-অনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবেন না।

মন্ত্রণালয়ের অধীনে থাকা বিভিন্ন অফিস ও স্থাপনাকে দৃষ্টিনন্দন এবং রুচিশীল পরিবেশের আওতায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, জরাজীর্ণ ও নোংরা পরিবেশের অফিসে কাজ করতে সংশ্লিষ্ট কর্মচারীরাও হীনমন্যতায় ভুগে থাকেন। যা কাম্য নয়।

এ সময় গরুর গোস্তের চেয়ে মহিষের গোস্ত অধিক চর্বি ও কোলেস্টেরল মুক্ত জানিয়ে প্রতিমন্ত্রী মহিষের উৎপাদন ও খামার বৃদ্ধির ওপর জোর দেন।

ভোলা, সুনামগঞ্জের হাওরাঞ্চল, নেত্রকোণা, পটুয়াখালী ও নোয়াখালীতে মহিষের খামার স্থাপনের জন্য সম্ভাব্যতা যাচাই করে প্রস্তাবিত প্রকল্প প্রণয়নের কাজ ত্বরান্বিত করার নির্দেশ দেন তিনি।