• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

বিজিবিকে দেখে গাঁজা ফেলে পালালো চোরাকারবারিরা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯  

লালমনিরহাটে অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা। মঙ্গলবার গভীর রাতে কুলাঘাট ইউপির শিবেরকটি এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে লালমনিরহাট ১৫ বিজিবির এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়। 

সংবাদ সম্মেলনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মো. আনোয়ার-উল-আলম জানান, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে মাদকের একটি বড় চালান ধরলা নদী দিয়ে চর শিবেরকুটি নামক স্থান দিয়ে লালমনিরহাট জেলায় প্রবেশ করবে। এ সংবাদের ভিত্তিতে অধিনায়ক কুলাঘাট বিশেষ ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি টহল দল অবস্থায় নেয়।

তিনি আরো জানান, রাত ২টার দিকে একটি নৌকা এসে কলাবাগানের নিকট থামে এবং পাঁচটি বস্তা নৌকা থেকে চরের দিকে নেয়া হচ্ছিল। এ সময় টহল দলকে দেখে চোরাকারবারিরা গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া পাঁচটি বস্তা থেকে ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। উদ্ধার মালামাল ব্যাটালিয়ন মাদকদ্রব্য স্টোরে জমা রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- লালমনিরহাট ডিসি মো. জাফর আহমেদ, এসপি এসএম রশিদুল হক, বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সাংবাদিকরা।