• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

লালমনিরহাটে বিজ্ঞ জজের সরকারি ল্যাপটপ ও ব্যক্তিগত মানিব্যাগ চুরি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯  

লালমনিরহাটের ভারপ্রাপ্ত বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ সাব্বির ফয়েজের ব্যবহৃত সরকারি ল্যাপটপ ও মানিব্যাগ চুরি হয়েছে বলে এই ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ধারা ৪৫৭ / ৩৮০ দন্ডবিধি রুজুর মামলা নম্বর ৬৬(২৪ সেপ্টেম্বর)।

জানা গেছে, HP 240 G6 মডেলের একটি ল্যাপটপ, মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র, ক্রেডিক কার্ড ১টি, অপর একটি কার্ড এবং নগদ ৬ হাজার টাকা চুরি হয়ে গেছে। মামলার পরপরই পুলিশের একাধিক টিম মাঠে নামে এবং অপারেশন সাকসেসফুল হয়েছে বলে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন।             

লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত সূত্র ও মামলার এজাহারে জানা যায়, গত সোমবার(২৩ সেপ্টেম্বর) রাতে খোর্দ্দ সাপটানা মৌজাস্থ জেলা পরিষদ ডাকবাংলোর দ্বিতীয় তলার দক্ষিণ পার্শ্বের উত্তর দুয়ারী রুমে বসবাস করা কালাীন সময় উক্ত রুম তালাবদ্ধ রেখে প্রতিদিনের ন্যায় জেলার অফিসার্স টেনিস ক্লাব মাঠে টেনিস খেলার জন্য যান এবং রাত ২০:৩০ ঘটিকার সময় টেনিস মাঠ হতে নিজ রুমে আসামাত্র দেখতে পান, তাঁর রুমের বাহির হতে হ্যাসবল লাগানো, তালাবিহীন রয়েছে। তিনি রুমে ঢুকে দেখতে পান, টেবিলের উপরে রাখা সরকারি ল্যাপটপটি ও নিজ মানিব্যাগটি নাই। রাত ১৮:৪৫ ঘটিকা হতে ২০:৩৫ ঘটিকার মধ্যে কে বা কাহারা বর্ণিত মালামাল গুলো তালা ভেঙে রুমে ঢুকে ও চুরি করে নিয়ে যায়।       

লালমনিরহাট থানা পুলিশ সূত্রে জানা যায়, ২৪ সেপ্টেম্বর লালমনিরহাট সদর থানায় জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত নাজির মোঃ নুরুজ্জামান মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলা দায়ের হওয়ার পর থেকে বিষয়টি গুরুত্বের সাথে অভিযান চালিয়ে রংপুর থেকে চুরি হওয়া ল্যাপটপ ও মানিব্যাগের জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। 

লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত নাজির নুরুজ্জামান মিয়া বলেন, 'আমার ব্যক্তিগত কোনো মন্তব্য। সরকারি লোক হিসেবে এজাহারে যা লেখা আছে, তাই হলো ঘটনা।'     

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম মামলার সত্যতা স্বীকার করে বলেন, 'বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। মামলা তদন্তের স্বার্থে এই মুহুর্তে কোন কিছুই বলা যাচ্ছে না। পরবর্তীতে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে।'