• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

‘দুর্নীতিতে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯  

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযান শুরু করেছেন, তা অব্যাহত থাকবে। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে।

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে সেচ্ছাসেবী সংগঠন ‘আত্মীয়’ এর রক্তদাতা অনলাইনে নিবন্ধন কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতিবাজ যে দলেরই হোক তাদের আইনের আওতায় আনা হবে। এ কারণে প্রথমে নিজ দলে যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের ধরা হচ্ছে, পরে অন্য দলের দুর্নীতিবাজদেরও ধরা হবে।

বিএনপি এ অভিযান নিয়ে রাজনীতির চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি দুর্নীতিবাজদের দল। তাদের চেয়ারম্যান এতিমের টাকা চুরির অপরাধে জেলে। কো- চেয়ারম্যান দুর্নীতিবাজ, মানি লন্ডারিংয়ে সাজাপ্রাপ্ত ও মুচলেকা দেয়া অপরাধী। যিনি মুচলেকা দিয়ে বলেছেন আমি অপরাধী। আমাকে মাফ করে দিয়ে বিদেশে পাঠিয়ে দেন। সেই দলের নেতারা তাদের দুর্নীতিবাজ চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান বদলাতে পারে না। তাদের এসব কথা বলা সাজে না।

আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কায়সার জীবন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. মো. শাহআলম প্রমুখ।