• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

রংপুরে আইন ও অধিকার বিষয়ক পরামর্শ কেন্দ্রের যাত্রা শুরু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯  

বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন এর উদ্যোগে আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে, রংপুর প্রেস ক্লাবে আইন ও অধিকার বিষয়ক এক পরামর্শ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রংপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রশিদ বাবু ফিতা কেটে উক্ত পরামর্শ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।

এর আগে রংপুর প্রেস ক্লাব হলরুমে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন এর মহাসচিব ফারুক মাজেদ শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, ভারতীয় পুরুষ অধিকার আন্দোলন কর্মী ও সেফ ইন্ডিয়ান প্রতিনিধি অভিজিত ঘোষাল, বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন এর চেয়ারম্যান শেখ খায়রুল আলম, ঢাকা মহানগরীর যুগ্ম-আহ্বায়ক সাংবাদিক নজরুল ইসলাম, সদস্য সচিব মোঃ মাজেদ ইবনে আজাদ, মোঃ রায়হান পারভেজ, রংপুর জেলার উপদেষ্টা সাংবাদিক আব্দুর রহমান মিন্টু, তারেকুল ইসলাম, সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল হারুন বাপ্পি ও চিত্রনায়ক হৃদয় খান।

বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন রংপুর মহানগরীর সদস্য সচিব সাখাওয়াত হোসেন সোহাগের সঞ্চালনায় পুরুষের আইন ও অধিকার বিষয় নিয়ে আলোকপাত করেন এড. শওকত আলী ও এড. রুকসানা শিরীন।