• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

পীরগঞ্জে দালাল চক্রের ৭ জনের বিরুদ্ধে মামলা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯  

বিদ্যুতের নতুন সংযোগে গ্রাহকের কাছে চাহিদানুযায়ী উৎকোচ না পাওয়ায় নির্মানাধীন বিদ্যুৎ খুটি থেকে ট্রান্সফার্মার নামানোর ঘটনায় আটক দালাল চত্রের ৩ সদস্যসহ ৭ জনের নামে থানায় মামলা দায়ের করেছে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ। শুক্রবার দিবাগত রাতে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির পীরগঞ্জ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শামীম খান বাদী হয়ে পীরগঞ্জ থানায় এ মামলা দায়ের করে।

মামলার আসামীরা হলেন, আটক ওই উপজেলার করনা গ্রামের রমজান আলীর ছেলে সিদ্দিকুর রহমান, ভাকুড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে রনি ও টিএনটিপাড়ার আঃ সালামের ছেলে জহিরুল, ইউপি সদস্য জবেদ আলী, দানাজপুর গ্রামের আসলাম আসলাম উদ্দিন, মকবুল, ফরিদ মিয়া।

শুক্রবার দুপুরে পীরগঞ্জ উপজেলার দানাজপুর গ্রামে ২৬০টি বাড়িতে বিদ্যুতের নতুন সংযোগ প্রদানের নামে কয়েক মাস আগে গ্রাহক প্রতি ৪ থেকে ৬ হাজার টাকা করে আদায় করে স্থানীয় ইউপি সদস্য জবেদ আলী ও দানাজপুর গ্রামের আসলাম। ইতিমধ্যে পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সঞ্চালনের নতুন লাইন নির্মান কাজ শেষ হয়। বাড়ি বাড়ি নতুন মিটার সংযোগ দিতে জবেদ আলী ও আসলাম গ্রাহক প্রতি আরো টাকা দাবী করে। গ্রাহকেরা এ টাকা না দিতে অস্বীকৃতি জানালে জবেদ আলী ও আসলামের লোকজন নতুন সঞ্চলন লাইনের ঘুটি থেকে ৪টি ট্রান্সফার্মার নামিয়ে আসলামের দোকান মেসার্স সুফিয়ান ট্রেডার্সে নিয়ে যায়। এ সময় বিক্ষুদ্ধ এলাকাবাসী জবেদ আলী ও আসলামের সহযোগী সিদ্দিকুর রহমান, রনি ও টিএনটিপাড়ার জহিরুলকে আটক করে পীরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেয়। পরে ডিজিএম শামীম খান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে পুলিশে খবর দিলে ট্রান্সফার্মার চুরির যন্ত্রপাতিসহ ১০ কেভিএ ৪টি ট্রান্সফার্মার উদ্ধার করে ৩জনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় ডিজিএম শামীম খান বাদী হয়ে আটক ৩জনসহ ৭ জনের নামে পীরগঞ্জ থানায় মামলা করে।

তবে ইউপি সদস্য জবেদ আলী ও আসলাম জানান, নির্মানাধীন বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎ সংযোগ না দেয়ায় কিছুদিন আগে একটি ট্রান্সফার্মার চুরি হয়েছে। তাই ঠিকাদারের সাথে কথা বলে গ্রাহকদের স্বার্থে এ ট্রান্সফার্মার গুলো নামিয়ে নিজ হেফাজতে রাখতে চেয়েছিলেন। এটাই তাদের অপরাধ।

পীরগঞ্জ থানার ওসি বজলুর রশীদ জানান, ট্রান্সফার্মার চুরির ঘটনায় ৭জনের নামে পীরগঞ্জ থানায় মামলা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।