• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

লালমনিরহাটে স্কুলছাত্রীকে বিয়ে করতে গিয়ে ফেঁসে গেলেন কনস্টেবল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯  

লালমনিরহাট সদরের সেতু বাজারে বাল্যবিয়ে করতে গিয়ে ফেঁসে গেছেন কনস্টেবল বর ও তার মাসহ ৯ জন। প্রত্যেককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বর কনস্টেবল সিয়াম মুন্না, তার মা মনোয়ারা বেগম, মোবারক হোসেন, জোনাব আলী, মোসলেম উদ্দিন, ফাতেমা খাতুন, মোসলেম উদ্দিন, শেফালী বেগম, ফাতেমা বেগম।

শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের অর্থদণ্ড দেন ইউএনও জয়শ্রী রাণী রায়।

সদর থানার ওসি মাহফুজ আলম জানান, কনস্টেবল সিয়াম মুন্নার সঙ্গে সেতু বাজার এলাকার এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন চলছিলো। খবর পেয়ে বিয়ে বাড়িতে যাওয়ার সময় বরযাত্রীর গাড়ি আটক করেন ইউএনও। ওই সময় বর ও কনের গাড়ি পালিয়ে গেলেও সাত বরযাত্রীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে বর ও তার মা এসে অপরাধ স্বীকার করেন।

ইউএনও জয়শ্রী রাণী রায় জানান, বাল্যবিয়ে নিরোধ আইনে বর সিয়াম মুন্নাকে এক লাখ টাকা, তার মা মনোয়ারা বেগমকে ৫০ হাজার টাকা এবং সাত বরযাত্রীকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম করাদণ্ড দেয়া হয়েছে।