• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

রংপুরে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার ৬

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ অক্টোবর ২০১৯  

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা পুলিশ কর্তৃক কোতয়ালী থানাধীন রেলষ্টেশনের দক্ষিণে বাবুপাড়াস্থ সরকারী খাদ্য গুদাম ঘরের সামনে (উত্তর পশ্চিম পার্শ্বে) টিনের চালা ঘরের ভিতরে হতে জুয়া খেলা অবস্থায় আসামী ১। মোঃ সামসুদ্দীন (৪৪), পিতা- মৃত আঃ রহমান, ২। মোঃ মোঃ ওয়াসিম (৩১), পিতা- মৃত নাছিম, ৩। মোঃ মাসুম মিয়া (৪২), পিতা-মৃত-গেন্দা মিয়া, সকলের সাং-বাবুপাড়া, ৪। মোঃ জিলানী (৪৫), পিতা-মৃত হাবিব, সাং-তাঁতিপাড়া, বর্তমান সাং-বাবুপাড়া (আঃ করিম এর বাড়ীর ভাড়াটিয়া), ৫। মোঃ আরশাদ (৩২), পিতা-মৃত শুকুর আলী, সাং-বাবুপাড়া, বর্তমান সাং- বাবুপাড়া সাজাপুর (সুরজ এর বাড়ীর ভাড়াটিয়া), সকলের থানা-কোতয়ালী, ৬। মোঃ রবিউল ইসলাম (৩৫), পিতা-মৃত আবু সুফিয়ান, সাং-তামপাট, থানা-মাহিগঞ্জ, বর্তমান সাং-বাবুপাড়া (বক্কর এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- কোতয়ালী, সকলেই রংপুর মহানগর, রংপুর হাতেনাতে গ্রেফতার করা হয় ।

পরবর্তীতে এ সংক্রান্তে কোতয়ালী থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করা হয়। ঘটনা-৪ঃ-গত ০১/১০/২০১৯ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানা পুলিশ কর্তৃক হাজিরহাট থানাধীন রব্বানীর চরস্থ ঘাঘট নদীর তীরে জৈনক আলম হোসেন এর ধান ক্ষেতের আইলের উপর হতে জুয়া খেলা অবস্থায় নগদ ২২০/- টাকা ও ১ সেট তাশসহ আসামী ১। মোঃ স্বপন মিয়া (৩০), পিতা মোঃ আবু বক্কর সিদ্দিক, ২। মোঃ ইউসুফ আলী (৩২), পিতা-মৃত আকবর হোসেন, উভয় সাং- উত্তম কুঠিয়াল পাড়া, থানা-হাজিরহাট, রংপুর মহানগর, রংপুরদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করা হয় । পরবর্তীতে এ সংক্রান্তে হাজিরহাট থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৪/৫ ধারায় মামলা রুজু করা হয়। ঘটনা-৫ঃ-গত ০১/১০/২০১৯ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানা পুলিশ কর্তৃক হাজিরহাট থানাধীন উত্তম হাজীপাড়া গ্রামস্থ আসামী মোঃ মফিজার রহমান এর বসত বাড়ীর ভিতর হতে যৌতুকের জন্য মাছাঃ তানজিনা আক্তার, পিতা-মোঃ পেয়ারুল ইসলাম, সাং-উত্তম হাজিরহাট (হাজিপাড়া), থানা-হাজিরহাট, ০১ নং ওয়ার্ড, রংপুর মহানগর, রংপুরকে মারপিট করার অপরাধে আসামী মোঃ মফিজার রহমান (৫৬), পিতা-মৃত তোতলা জমির, সাং-উত্তম হাজিরহাট, (হাজিপাড়া), থানা-হাজিরহাট, রংপুর মহানগর, রংপুরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে হাজিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ১১(গ)/৩০ ধারায় মামলা রুজু করা হয়।